reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৪

প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ!

ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবসে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দেবে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রেখে লোকজনকে তাদের প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার এই সুযোগ দিচ্ছে মাত্র ১৫ ডলারের বিনিময়ে। খবর এনডিটিভির

নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ই-মেইলে থাকবে একটি রঙিন প্রশংসাপত্র। এতে উল্লেখ থাকবে, তার (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে।

অতিরিক্ত ডলার দিলে আরও কিছু বিষয় এই উপহারে যুক্ত করা যাবে।

মাদাগাস্কার হিসিং তেলাপোকা প্রায় চার ইঞ্চি লম্বা। এটি বিশ্বের বৃহত্তম প্রজাতির তেলাপোকা।

ভালোবাসা দিবসে প্রাক্তনকে এই উপহার দিতে অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ‘অর্ডার’ দিতে হবে।

ব্রঙ্কস চিড়িয়াখানার তথ্য অনুসারে, গত বছর ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন তেলাপোকার নামকরণ করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাক্তনের নামে তেলাপোকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close