ভুলতে পারি না

  ১৬ ডিসেম্বর, ২০১৮

দিলীপ কির্ত্তুনিয়া

ভুল করেও আমরা যে বিষয়গুলো

ভুলতে পারি না তার মধ্যে এই মাটি।

এই মাটিতে দাঁড়িয়ে আমি যে গাছ-

মাটি আলগা হলেই আমার মৃত্যু।

জন্ম কথাকে ভুলতে পারি না

তাই বাবা মাকেও ভুলা সম্ভব নয়।

পিতা মাতার মতো আসন এই জন্ম ভিটাও।

এখানে লতাপাতার মতো জড়ানো শৈশব

কৈশোর- ভোলা যায় না।

ঠিক এই দেশটাও আমাদের মতো

ভুলতে পারে না

তার জন্ম কথা- জন্ম ইতিহাস।

এই দেশের এক কঠিন যন্ত্রণাদায়ক

জন্ম কথা আছে।

এই মাটির এক ভীষণ তোলপাড় করা

গর্ভকালীন সময় গেছে।

একটা দেশের জন্ম- একটা শিশুর জন্ম-

পিতা মাতার স্মরণে ফিরে ফিরে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close