reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৩

ডালিয়া পারভীন

সত্যি বলছি

মনের কোণে বাজাও বাঁশি অবজ্ঞতার সুরে

বুঝেও বুঝতে চাও কি! যাচ্ছি সরে দূরে...।

চেনা বৃত্ত উল্টো ঘুরে একদম অচেনার ভিড়ে

কচুর পাতার পানি নিয়ে সরছি ধীরে ধীরে।

যে ভালোতে ডুব মেরেছো ভালো রেখ তারে

না হয় আমি ডুবব মরে গভীর জলের ভারে...।

তবুও তুমি থেক ভালো তোমার ইচ্ছের ঘোরে

টানব না কভু গিট্টু বাঁধা সম্পর্কের জোরে।

বুঝছি, সবি ফাঁদ এঁটেছে অন্যের রশি ফুঁড়ে

খুঁজব না সুখ সকাল-দুপুর বুকের জমিন খুঁড়ে।

সত্যি বলছি আর কখনো জ্বালাব না তোমারে।

মরণ ফর্দ যাবে পেয়ে কাকডাকা এক ভোরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close