reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

সাদিক আল আমিন

তুমি ঝরছো বৃষ্টি হয়ে

হিজলের বন সব কেঁপে চৌচির

ভ্রান্ত এক নদী জেগে আছে সন্ধ্যের বুকে

আকাশের পরেও যদি কোনো আকাশ থাকে

ওখানে রাজ্য আছে আমার-

জাগে উৎসব, জাগে মহাঝড়

সাদা আলোতে সব প্রকাশ্য নিকট-পর

মেঘ ডাকছে- তুমি এমন উত্তাল রাতে

ফুটে আছো ফোঁটায় ফোঁটায় বৃষ্টিতে

আমার টিনের চাল তোমার নূপুর শুনে

বহুদিন বাদে জেগে ওঠে-

তুমি ঝরছো এই সন্ধ্যায় অন্ধ বৃষ্টি হয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close