reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

সঞ্জয় দেওয়ান

লখিন্দরের কালঘুম

অন্ধকার গিলে খায়

একদল আলোর মেঘদূত

চোখের মঞ্চে হাসে হ্যালোজেন বাতি।

কামরাঙা শরীর গলে যায়

আদি প্রণয়ের মহাজাগতিক উত্তাপে,

বেহুলার বাসরশয্যা নাচে উদ্দাম রাগমোচনে;

রতিক্লান্ত লখিন্দর ঢলে পড়ে কালঘুমে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close