reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

আহমেদ শরীফ শুভ

নদীশাস্ত্র

আরো একটু কাছে গেলে নির্ঘাত নদী পাবে

এই ভেবে পথে নেমে কখনোবা মরীচিকা পেতে পারো

সব জলে নদী নেই

নদীর ঠিকানা নাও রসায়ন পাঠে

ক্রোশ গুনে হেঁটে হেঁটে পাহাড়ের ঢাল বেয়ে

সমতলে নেমে গেলে হয়তোবা নীর পাবে

সব নীরে নদী নেই

নদীরা লুকিয়ে থাকে ব্যাকরণ বইয়ে

সব নদী এক নয় নিপাতনে সিদ্ধ হয়

বানানের রীতিনীতি সন্ধি-সমাস

ঢেউয়ের পৃথক সুরে নিজ নদী চিনে নাও

যদি চাও বাঁকের গভীরে তার স্রোতের তালাশ

নদীরা মদিরা দেয় যারা নেয় মনোযোগে শাস্ত্র-বয়ান

ঢেউয়ের মন্ত্র শেখো তোমাকেই নদী নেবে

বাকিদের আঁখি জুড়ে স্থবির জলের গাঁথা, স্রোতের প্রয়াণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close