reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

লুৎফুর রহমান চৌধুরী

অতন্দ্র প্রহরী

জীবন নদীর বুকে ভাসমান নৌকা

চলছে অবিরত

কখনো কষ্টের বোঝা নিয়ে

কখনো এক টুকরো সুখ নিয়ে

কিন্তু আজও খুঁজে পায়নি নৌকা

কোথায় তার শেষ সীমানা।

জীবন নদীতে ভাসমান নৌকাখানি

অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে

গলুই উঁচু করে

যাতে জীবনের সাজানো বাগান

তছনছ করতে না পারে

কোনো দূষিত বিষাক্ত বাতাস।

জীবন নদীর বুকে ভাসমান নৌকার

তলপেটের থাকা জল

আনন্দে করত কত কোলাহল

সেই জল যখন শুকিয়ে যায়

তখন বেদনার পাথর হয়ে যায়

জীবন নদীর ভাসমান নৌকার বুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close