রাবি প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর, ২০১৭

রাকসু সচলের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চের ব্যানারে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। আগামী সোমবার পর্যন্ত এ কর্মসূচি চলবে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, রাকসু নির্বাচন না হওয়ায় দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে শিক্ষার্থীদের দাবি আদায়ের পথও বন্ধ রয়েছে। সংগঠনটির কার্যক্রম বন্ধ থাকলেও প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকায় এটিই রাকসু নির্বাচনের উপযুক্ত সময় বলে মনে করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব কুমার বলেন, ‘দাবি আদায়ের জন্য গণস্বাক্ষর শেষে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দেব।

তার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।’ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল মজিদ অন্তর বলেন, ‘দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। যেকোনো পরিস্থিতি মেনে নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’ কর্মসূচিতে রাবি প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট একাত্মতা ঘোষণা করে। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে রাকসু সচলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং ধারাবাহিক কর্মসূচি আয়োজনের শপথ নেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist