মাদারীপুর প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৭

নির্বাচন পরিচালনা করবে ইসি

নৌপরিবহনমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কে আসবে আর কে আসবে না-এটা যার যার দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সংবিধান অনুযায়ী বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সময় একটি সরকার থাকে, আমাদের দেশেও সে রকম একটি সরকার থাকবে; তা হচ্ছে শেখ হাসিনার সরকার। গতকাল শুক্রবার মাদারীপুর আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, জাতিসংঘের ১৩৫টি দেশ যেখানে রোহিঙ্গা ইস্যুতে ভোট দিয়েছে এবং প্রস্তাব গ্রহণ করেছে। এতগুলো দেশ যেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া, তাদের ওপর জুলুম-নির্যাতন বন্ধের জন্য যে প্রস্তাব গ্রহণ করেছে; এ প্রস্তাবে নিশ্চয় মিয়ানমারের ওপর পাথরের মতো চাপ সৃষ্টি হয়েছে। আমি বিশ^াস করি, আজ হোক কাল হোক বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নিতে হবে। এটাই বাস্তব, এটাই মানতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল বাশার, আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু, অধ্যক্ষ মো. হুমায়ন কবির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist