কক্সবাজার প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার : রিজভী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘প্রতিহিংসার বক্তব্য’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় সংকটে অন্য দেশের মতো সরকার ঐক্যবদ্ধ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রোববার সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন, যেকোনো উন্নত দেশে যখন একটি জাতীয় সংকট তৈরি হয়, তখন দল-মত-নির্বিশেষে তারা একযোগে কাজ করেন। কিন্তু আপনারা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য হচ্ছে তার পুরনো গৎবাঁধা বক্তব্য, প্রতিহিংসার বক্তব্য এবং সমাজে প্রতিনিয়ত দেয়াল তোলার বক্তব্য। এখানে বিএনপির পক্ষ থেকে ঐক্যকে তিনি তাচ্ছিল্য করেছেন, উপহাস করেছেন। কারণ, যারা একদলীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করতে চায়, যারা গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচনকে প্রত্যাখ্যান করে, তাদের কাছ থেকে এ ধরনের কথাই তো স্বাভাবিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist