প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের বাংলাদেশে পালানো ‘দুর্যোগতুল্য’

মাহমুদ আব্বাস

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসাকে ‘দুর্যোগ’ হিসেবে চিহ্নিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয়ে ভূমিকা রাখায় সবাই শেখ হাসিনার প্রশংসা করছে বলেও বাংলাদেশের সরকারপ্রধানকে বলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ দুই নেতার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে মাহমুদ আব্বাস বলেছেন, এটা একটা দুর্যোগ।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানবিক সত্তা হিসেবে এ দায়িত্ব পালনের কথা আমাদের মনে রাখতে হবে। তবে সাময়িকভাবে আমরা তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist