কক্সবাজার প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

রামুতে বৌদ্ধ মন্দিরে আগুন

কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়ে গেছে মন্দিরের কাঠের সিঁড়ি। মন্দির পরিচালনা কমিটির সভাপতি মং কেউ বলেন, ‘শুক্রবার রাত ২টার দিকে মন্দিরে আগুন দেওয়ার চেষ্টা করে দুবৃর্ত্তরা। তবে ভক্ত ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় কাঠের তৈরি মন্দিরটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়।’

তিনি বলেন, ‘একটি ছোট সিঁড়ির নিচে আগুন দেওয়া হয়েছিল। কাঠ পোড়ার শব্দ শুনে মন্দিরে থাকা ভক্তরা ঘুম থেকে উঠে আগুন নেভাতে শুরু করেন। পরে স্থানীয়রা তাদের সঙ্গে যোগ গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। তবে মন্দিরের ছোট সিঁড়িটি পুড়ে গেছে’। সিসিটিভি ফুটেজে কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তিকে মন্দিরে আগুন লাগানোর পর কমপ্লেক্স থেকে বেরিয়ে যেতে দেখা গেছে বলেও জানান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। রামু উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলার সব মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর ১২টি বৌদ্ধ বিহার, উপাসনালয়ে অগ্নিসংযোগ ও হামলা চালায় দুর্বৃত্তরা। একইসঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের ৩০টি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলার ঘটনায় পুলিশের করা ১৮টি মামলার ৯ বছরেও বিচার হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close