নিজস্ব প্রতিবেদক

  ০৬ জুন, ২০২০

করোনায় আক্রান্ত বেশি তরুণরা মৃত্যুতে ষাটোর্ধ্বরা

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৯০তম দিন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সিরা। এদের আক্রান্তের হার ২৮ শতাংশ। তরুণরা বেশি আক্রান্ত হলেও মৃত্যুহারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সিরা। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সিরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। কারণ এই বয়সিরা কর্মক্ষেত্রে যাচ্ছেন। তাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।

গতকাল শুক্রবার দুপুরে করোনাভাইরাস-বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা সংক্রমণের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে তিনি এসব তথ্য তুলে ধরেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছ থেকে তথ্য নিয়ে এ বিশ্লেষণ করা হয়েছে।

৪ জুন পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে নাসিমা সুলতানা বলেন, ‘লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সি ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ১১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের ৭ শতাংশ এবং ১ থেকে ১০ বছরের মধ্যে ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছে।’

এ বিষয়ে তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর বয়সিরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরই আক্রান্তের দিক থেকে এগিয়ে রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সিরা। এই বয়সি মানুষদের অনেক বেশি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। এ বয়সের মানুষ কর্মস্থলে বেশি থাকেন। বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের জন্যই হোক বা অন্য কারণেই হোক। যেহেতু তরুণ বয়স, তারা অনেক সময় সতর্কতা ও সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এজন্য ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০ বছর বয়সিদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হোন, সচেতন থাকেন। আপনার কারণে যেন আপনার পরিবারের অন্য কেউ যেন ঝুঁকিতে না পড়ে।’

করোনায় মৃতদের বয়সের হার তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘১ থেকে ১০ বছর বয়সিদের মৃতের হার দশমিক ৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮ দশমিক ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ দশমিক ৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বয়সিদের ২৯ দশমিক ৬২ শতাংশ এবং ৬১ বছরের বেশি বয়সিদের মৃত্যুহার ৩৮ দশমিক ৯৯ শতাংশ।’

তিনি বলেন, ‘মৃত্যুহার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৬০ বছরের বেশি বয়সিদের মধ্যেই মৃত্যুহার বেশি। কাজেই এই বয়োজ্যেষ্ঠদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close