চট্টগ্রাম ব্যুরো

  ২২ মে, ২০২০

চট্টগ্রামে বায়তুশ শরফের পীরের দাফন সম্পন্ন

চট্টগ্রামের বায়তুশ শরফের পীর খ্যাত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়ের আগেই। জনসমাগম এড়াতে গতকাল বৃহস্পতিবার জোহরের পরিবর্তে ফজরের নামাজের পরই তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। গত বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম বায়তুশ শরফের পীর কুতুবউদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জনসমাগম এড়াতে ফজরের নামাজের পর ভোর সাড়ে ৫টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত। জানাজা শেষে তাকে নিয়ম অনুযায়ী বায়তুশ শরফ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। জানাজায় তার স্বজনরা ছাড়াও বায়তুশ শরফের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ডিটি সড়কে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা ‘বায়তুশ শরফ’ এর পীর কুতুবউদ্দিন ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close