নিজস্ব প্রতিবেদক

  ১২ জুন, ২০১৯

ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার

আ ফ ম গাউসুল আযম সরকারকে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল অরগানাইজেশন উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। পেশাদার কূটনীতিক গাউসুল আযম সরকার বিসিএস ১৯৮৬ ব্যাচের ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কর্মকর্তা। এর আগে লেবানন ও সুইডেনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া হংকং, কায়রো, কাঠমান্ডু ও প্যারিসে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র গাউসুল আযম সরকার চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ইন্টারন্যাশনাল পলিসি অ্যান্ড প্রাকটিসের ওপর আরেকটি স্নাতকোত্তর করেন। মুক্তিযোদ্ধা রইস উদ্দিন সরকারের বড় ছেলে গাউসুল আযম সরকার। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close