নিজস্ব প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০১৯

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কারামুক্ত

৪ মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি মামুন অর রশিদ মামুন। তার বিরুদ্ধে ৩৫টি মামলা রয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এর আগে পল্টন থানার মামলায় গত ৭ এপ্রিল মামুন অর রশিদ মামুনকে জামিন দেন উচ্চআদালত। প্রসঙ্গত পল্টন থানার মামলায় ১৪ ডিসেম্বর ২০১৮ সালে ঢাকার মিরপুর থেকে মামুন অর রশিদ মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close