নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

ফেসবুক ছেড়ে তরুণ প্রজন্মকে বই পড়তে হবে : পাটমন্ত্রী

ফেসবুক ছেড়ে তরুণ প্রজন্মকে অধিক হারে বই পড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার গাজী ভবনে কবি মোহাম্মদ শফিকুল ইসলাম এস আলমের লেখা ‘রহমতে ভরা আরব দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। বাংলার ইতিহাস ঐতিহ্য জানতে হলে প্রত্যেকটা মানুষকে অধিক হারে বই পড়তে হবে। বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম সারা দিন অনলাইন ফেসবুকে সময় নষ্ট করে। যা বাঙালি জাতির জন্য হুমকি।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লী?গের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, দফতর সম্পাদক আবদুল আজিজ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, আবদুল মান্নান মুন্সী, কবি মোহাম্মদ শফিকুল ইসলাম এস আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close