নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০১৯

জাতিসংঘ-বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করবে

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচন হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান ইয়াং হি লি। আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গত শনিবার ছয় দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ এ দূত। বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াং হি লি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close