চট্টগ্রাম ব্যুরো

  ১৫ জানুয়ারি, ২০১৯

৫ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবে চসিক

নগরের ৪১ ওয়ার্ডে ১২৮৮ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত রোববার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চসিক সূত্র জানায়, আগামী ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩০ হাজার শিশুকে একটি করে উচ্চক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সব শিশুকে ভরা পেটে ওই দিন টিকাদান কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে সভায় চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক প্রধান অতিথি এবং চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close