চৌদ্দগ্রাম প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ফারুক শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ, সে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার রামরায় গ্রামের মৃত মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার ছেলে। গত মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই ফারুক নিহত হয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। সকালে ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close