নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৮

বিএনপি কোটার নামে অস্থিতিশীলতার চেষ্টা করছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি কোটার নাম করে দেশে অস্থিতিশীলতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএন?পি-জামায়াত বাংলাদেশের জনগণ থেকে অনেকদূ?রে। তাই তারা নতুন করে ষড়যন্ত্র করছে। কোটা সংস্কার বিষয়ে বিএনপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। গতকাল সোমবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর

আওয়ামী লীগ (উত্তর) আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারকে সমর্থন জানিয়েছেন। এমন?কি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি, এখন এ বিষয় নিয়ে কোনো আন্দোলন করা উচিত নয়।’

তিনি আরো বলেন, ‘এসব আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। তাহলে হয়তো জনগণ আপনাদের কোনো দিন ক্ষমা করেও দিতে পারে।’

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist