রাজশাহী ব্যুরো

  ০৬ জুলাই, ২০১৮

রাজশাহীতে নাশকতার পরিকল্পনার অভিযোগ

জামায়াতের ২ নেতা গ্রেফতার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহীর পবা উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া গত বুধবার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ীতে গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির শেষে জেলে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-পবা উপজেলা পশ্চিম জামায়াতের আমীর ও উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুন নেছার স্বামী আবদুর রহিম এবং একই উপজেলার পূর্ব জামায়াতের আমীর জালাল উদ্দিন, গোদাড়ীতে উপজেলার দেওপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আয়নাল হক, একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আসলাম হোসেন, পাকড়ী ইউনিয়নের জামায়াতের রোকন নোমান আলী ও গোদাগাড়ী পৌরসভা শিবিরের রোকন সাদিকুল ইসলাম। রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগর পুলিশের কর্ণহার থানার সাংসরিয়া কুড়িহাট এলাকার নিজ বাড়ি থেকে আবদুর রহিমকে এবং বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালি থানার হাজরাপুকুর এলাকার নিজবাড়ি থেকে জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনে নাশকাতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি রাশিদুল। এদিকে, জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান জানান, রাজশাহী গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্ারসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist