রাজশাহী ব্যুরো

  ৩০ এপ্রিল, ২০১৮

মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ ৪ দফা দাবি

ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের জন্যে মেডিকেল এডুকেশন বোর্ডসহ চার দফা দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। গতকাল রোববার রাজশাহী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি রমজানুল মোবারক সাইম লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের দাবিগুলোÑ ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ম্যাটস্ থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করা এবং ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (কনক), সহসভাপতি কে এম মাসুদুল হাসান, আবু হানিফ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক জুয়েল, ক্রীড়া সম্পাদক অরুপ রতন বিশ্বাস, উপ-মহিলাবিষয়ক সম্পাদিকা শাকিলা ইয়াসমিন, সদস্য রিমন আহম্মেদ, ইফতেখার জাহান, শাকিল আহমেদ মুন্না প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist