
মজার জোকস

*
বস ও তার চটপটে পিএ কথা বলছে-
বস : বল দেখি পিন্টু, বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য কী?
পিন্টু : স্যার, যদি আপনি কন্ডাক্টর হন, তবে টিকিট কাটবেন না কারোরই, ডাইরেক্ট পকেটে ভরবেন ভাড়া!
বস : গাধা কোথাকার! আমাকে দিয়ে উদাহরণ! আর ড্রাইভার হলে?
পিন্টু : স্যার, এই ক্ষেত্রে সবার টিকিটই কাটবেন আপনি। তবে ডাইরেক্ট উপরে যাওয়ার...
*
স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণে নারী প্রশিক্ষক বললেন-
নারী : যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে, তবে...
পুরুষ : তবে কী?
নারী : এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।
পুরুষ : কেন?
নারী : স্বামীর কথা আসলে কারো স্ত্রীই ঠিকমতো শোনে না।
*
বৃদ্ধ দম্পতি গল্প করছেন। হঠাৎ বৃদ্ধ বৃদ্ধাকে বললেন-
বৃদ্ধ : আজ একটা আইসক্রিম নিয়ে আসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।
বৃদ্ধা : তোমার মতো এত তাড়াতাড়ি আমি ভুলি না।
এ কথা বলে বৃদ্ধা চলে গেলেন। দীর্ঘ দুই ঘণ্টা পর তিনি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন। তা দেখে বৃদ্ধ রেগে বললেন-
বৃদ্ধ : বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম নুডলস আর আনছো পাউরুটি।
"