reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২২

শহরালির কড়চা

ছোটখাটো চাকরি করেন

থাকেন তিনি ঢাকাতে

বেতন যা পান মাসের শেষে

কম পড়ে যায় টাকাতে।

বাসার মালিক প্রতি মাসেই

চাইছে ভাড়া চাপাতে

মূল্য গ্যাসের আকাশছোঁয়া

হচ্ছে তাতে হাঁপাতে।

সওদাপাতির ঊর্ধ্বগতি

হাত দিতে হয় মাথাতে

দামের ঘোড়া লাফিয়ে চলে

পকেটটা হয় হাতাতে।

যানবাহনের দ্বিগুণ ভাড়া

তাও যেতে হয় গাড়িতে

অফিস যেতে পড়লে জ্যামে

বস্ যে থাকেন ঝাড়িতে।

পার করা দিন ভীষণ কঠিন

ঝগড়াঝাঁটি বাসাতে

কষ্ট জমে মনের ভেতর

যায় না বলা ভাষাতে।

* শচীন্দ্র নাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close