নোয়াখালী প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৭

হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামে পল্লী চিকিৎক রিয়াজ উদ্দিনের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, পল্লী চিকিৎসক রিয়াজ উদ্দিন, নুর উদ্দিন, মহি উদ্দিন, অলি উদ্দিন, রহিম উদ্দিন, রোকসানা বেগম, রিয়া বেগম, আবুল কাশেম, আব্দুর রহমান, রুমি বেগম, নিজাম উদ্দিন, আবু তাহেরসহ ২০ জন।

জানা গেছে, উপজেলার তমরদ্দি ইউনিয়নের পূর্ব জোড়খালী গ্রামের নাছির উদ্দিনের সাথে একই গ্রামের আবুল কাশেমের মধ্যে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার গ্রাম পর্যায়ে ও হাতিয়া থানায় সালিশি বৈঠক হয়। বৈঠকে সালিশদাররা সিদ্ধান্ত দেন জায়গার মলিক নাছির উদ্দিন। এ মর্মে হাতিয়া থানা থেকে সালিশী রোয়েদার্দও দেওয়া হয়েছে।

ঘটনার দিন সোমবার সকালে নাছির উদ্দিনের বড় ছেলে রিয়াজ উদ্দিন পুকুরে মাছ ধরতে গেলে আবুল কাশেম মাছ ধরতে বাধা দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist