ঝিনাইদহ প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৭

মেয়র-কাউন্সিলর দ্বন্দ্বে ভিজিএফ পাচ্ছে না হতদরিদ্ররা

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ১৫৪০ জন দুস্থ্য অসহায় মানুষ এবারকার ঈদে ভিজিএফ এর গম থেকে বঞ্চিত হচ্ছেন। মেয়র ও কাউন্সিলরদের দ্বন্দের কারণে ঈদের দুই দিন বাকী থাকলেও পৌরসভা এখনো কোন তালিকা করতে পারেনি। ফলে প্রায় ২০ মেট্রিক টন গম গুদামে পড়ে আছে। যথা সময়ে তালিকা দিতে না পারলে হতদরিদ্রদের জন্য এই গম দেওয়া সম্ভব হবে না বলে হরিণাকুন্ডু খাদ্য বিভাগ জানিয়ে দিয়েছে।

হরিণাকুন্ডু পৌরসভার সচিব সন্তোষ কুমার খবরের সত্যা স্বীকার করে জানান, এখনো হতদরিদ্রদের তালিকা ও মাষ্টার রোল তৈরী করা যায়নি। এ সংক্রান্ত কমিটির ৩২ জন সদস্যের মধ্যে ১৭ জন স্বাক্ষর করেছেন। ফলে কোরাম স্বল্পতার কারণে আইনী জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মেয়রের সাথে কাউন্সিলরদের দ্বন্দ চলছে। এ কারণে এবারের ঈদে হয়তো ভিজিএফ কর্মসুচি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ফলে পৌর এলাকার ১৫৪০ জন হতদিরদ্র মানুষ ১৩ কেজি করে গম প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। জানা গেছে, হরিণাকুন্ডু পৌরসভায় নিয়োগ ও টেন্ডার নিয়ে ৯ জন কাউন্সিলরের সাথে মেয়র শাহিনুর রহমান রিন্টুর দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দের জের ধরে গত ২২ মে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা মেয়র রিন্টুর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। এই মানববন্ধনে হরিণাকুন্ডু পৌরসভার অধিকাংশ কাউন্সিলর যোগদান করেন। হরিণাকুন্ডুর ইউএনও মনিরা পারভিন জানান, বিষয়টি হরিণাকুন্ডু পৌরসভার নিজস্ব সমস্যা। মেয়রের সাথে কাউন্সিলরদের কোন সমন্বয় নেই। তারপরও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist