বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৭ জুন, ২০১৭

জালিয়াতি মামলার আসামি বেনাপোলে আটক

সিলেটের একজন জালিয়াতি মামলার আসামি শফিকুর রহমানকে (৪২) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তিনি বরগুনা জেলার বামনা থানার চুনবুনিয়া গ্রামের ওয়াজেদ আলী খানের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিলেট আদালতে জালিয়াতি মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরিফ জানান, আটক শফিকের নামে বিকে-০৩৮৮১৬৩ নাম্বারের পাসপোর্টে অনলাইনে ব্লকলিস্ট এন্ট্রি করা ছিল। এটি ছিল তার পুরনো পাসপোর্ট। সে জানতে পারে, তার ওই পাসপোর্টে ভারতে যাওয়া যাবে না। তাই সে কৌশলে এএফ-৫৪৮৬৩৬৯ নাম্বারের আরেকটি নতুন পাসপোর্ট নিয়ে ভিসা লাগিয়ে ইতিপূর্বে ৪ বার ভারতে গমন করেছে। এরই পরিপ্রেক্ষিতে এসবির একটি তদন্তদল গত মাসে বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে আসে, শফিক কিভাবে ভারতে যাতায়াত করছে, তার রহস্য উদ্ঘাটন করতে। পরে অনলাইন যাচাই-বাছাই করে জানা যায়, সে নতুন পাসপোর্টে ভিসা লাগিয়ে ভারতে যাতায়াত করেছে। পরে এসবি অফিস থেকে নতুন পাসপোর্ট নাম্বার অনলাইনে ব্লকলিস্ট করে দেয়। গতকাল শুক্রবার যখন শফিক ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট দেয়, তখনই তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, শরিফকে আটকের খবর সিলেটে পাঠানো হয়েছে। ওখান থেকে বার্তা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist