কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ

জবাই করা শতাধিক মুনিয়া পাখি উদ্ধারসহ সরঞ্জাম জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে জবাই করা শতাধিক ও জীবিত ১০ মুনিয়া পাখি উদ্ধারসহ শিকারের সরঞ্জাম জব্দ করেছে বন্যপ্রাণী বিভাগ।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার কুরমা চা বাগানের কালি টিলা এলাকা থেকে এসব উদ্ধার করা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।

বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, শিকারে ব্যবহার করা ১টি ছুরি, ১টি মোবাইল ফোন ও পাখি শিকারের দুটি জাল জব্দ করা হয়। এ সময় উপস্থিতি বুঝতে পেরে শিকারীরা পালিয়ে যায়।

পরিবেশবাদী ও স্ট্যান্ড ফর আউয়ার এনডেঞ্জার ওয়াইল্ডলাইফ (এসইডাব্লিউ) টিম সোহেল শ্যাম বলেন, শিকারীরা পাখি শিকার করলে তা যায় প্রভাবশালীদের ঘরে। যার কারণে অবাধে চলছে শিকার। এভাবে শিকার হলে ধ্বংস হয়ে যাবে বন্যপ্রাণীরা। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বন্যপ্রাণী টিমের সদস্যদের সঙ্গে নিয়ে মৃত শতাধিক মুনিয়া পাখি ও জীবিত ১০ মুনিয়া পাখি উদ্ধার করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close