টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

টঙ্গী পূর্ব থানা

টোকেন নিলেই সেবা নিশ্চিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানায় স্মার্ট পুলিশিং সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এর উদ্বোধন করেন জিএমপি কমিশনার মাহবুব আলম।

উদ্বোধন অনুষ্ঠানে জিএমপি কমিশনার মাহবুব আলম বলেন, ‘এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবাপ্রার্থীরা মুখে বলবেন, আর পুলিশ লিখবে। টোকেন নেওয়ার পর যাবতীয় প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে দেখবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা। ফলে যেকোনো নাগরিক থানায় এসে টোকেন নেওয়ার পর সেবা নিশ্চিত পাবেন।’

জিএমপি কমিশনার আরো বলেন, ‘যে কোনো মানুষ সেবা নিতে এলে থানা থেকে টোকেন দেওয়া হবে। এরপর সেবাপ্রার্থীকে পুলিশের দেওয়া সব সেবা অ্যাপসের মাধ্যমে মনিটরিং করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশিং সার্ভিস নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ।’

স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধনে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আহমার উজ্জামান, জিএমপি (অপরাধ) উত্তর বিভাগের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের উপকমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগের উপকমিশনার মো. আরিফুল ইসলাম, (অপরাধ) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. হাফিজুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close