জামালপুর প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৪

জামালপুর

মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ১২ প্রতিনিধির অভিযোগ

জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের অনুষ্ঠান কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) কামরুন্নাহারের বিরুদ্ধে জামালপুর পৌরসভার প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপিসহ ১২ প্রতিনিধি (ইউপি) সদস্য পৃথকভাবে অভিযোগ করেছেন মহাপরিচালক (ডিজি) মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকায়।

কিশোর-কিশোরী ক্লাবের কো-অর্ডিনেটরদের ভাতা দেওয়ার অনিয়মের দায়ে গত রবিবার এই অভিযোগটি দায়ের করেন তারা। দুই বছর পার হলেও ওই ভাতার টাকা পাননি তারা।

অভিযোগকারী সূত্র জানায়, জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের অধীন সদরের ১৫ ইউনিয়নে ১৫টি কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম চলছে। এতে স্ব-স্ব ইউনিয়নের ক্লাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের একজন সংরক্ষিত আসনের ইউপি সদস্যা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। বিনিময়ে প্রতিমাসে তাদের ২ হাজার টাকা পরিশোধ করার কথা। কিন্তু, গত দুই অর্থ বছরেও তাদের সে ভাতা পরিশোধ করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার বেগম। সব বকেয়া ভাতা পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি বলেন, আমার ১১ মাসের (২০২১-এর আগস্ট থেকে ২০২২-এর জুন পর্যন্ত) ভাতা দেয়নি অফিস। বকেয়া পেতে একাধিকবার দায়িত্বরত কামরুন্নাহার বেগমের কাছে গিয়েছি। তিনি পাবেন পাবেন বলে ঘোরাচ্ছেন।

আরেক কো-অর্ডিনেটর সদর উপজেলার রানাগাছা ইউপি সদস্যা আসমা খাতুন বলেন, প্রতিমাসে আমাদের ভাতা পরিশোধ করার কথা থাকলেও গত ১১ মাসের ভাতা আজও পাইনি। আমার সে ভাতার টাকা আদৌ পাব, নাকি আত্মসাৎ হয়ে গেছে সে বিষয়ে আমি সন্ধিহান।

এ ব্যাপারে জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এমন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের ডিডি নাসরিন সুলতানা বলেন, কামরুন্নাহার বেগম ২০২১-২০২২ সালে জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডির) দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটি তখনকার সময়ের হতে পারে। তবে মহিলা মেম্বাররা দপ্তরে পৃথক অভিযোগ দিয়ে থাকলে এবং এ বিষয়ে আমার কাছে কোনো দাপ্তরিক চিঠি এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close