গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়ায় যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মুক্তি মহিলা সমিতির ভবনে বালু ও ভাঙা ইট দিয়ে পুঁতে রাখা ছিল লাশটি। তার পাশে রক্তমাখা একটি কাঠ ছিল। ছেলেটির গলা কাটা রয়েছে এবং তার বাম চোখের পাশে বড় ক্ষত রয়েছে।
মুক্তি মহিলা সমিতির ভবনের নৈশপ্রহরী ইমদাদুল আলী রিপন বলেন, আমি ভোর ৬টার দিকে নির্মাণাধীন ভবনে ইট ভেজানোর কাজ করছিলাম। ভবনের অন্য রুমে পানি দিয়ে ভিজিয়ে পাশের রুমে ঢুকতেই দেখি বালু আর ভাঙা ইট দিয়ে ঢাকা এক ব্যক্তির একটি হাত বেরিয়ে আছে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার বলেন, নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
"