মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

মিরসরাইয়ে শিশু নির্যাতন

সালিশে ৩০ হাজার টাকায় রফার চেষ্টা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রাম্য সালিশে ৩০ হাজার টাকায় ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২১ নভেম্বর) দুপুরে শিশুটির পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করেছে। মামলায় মিরাজ উদ্দিন খানকে প্রধান আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত শনিবার মাদ্রসার বিরতির সময় কলম কেনার জন্য পাশ্ববর্তী একটি দোকানে গেলে মিরাজ উদ্দিন শিশুটিকে ভেতরে নিয়ে জোরপূর্বক যৌন নীপিড়ন চালায়। শিশুটির মা জানান, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন মিরাজ উদ্দিন খান। তখনও তাকে সতর্ক করা হয়েছিল।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হারুনকে জানালে ইউসুফ হারুণ তার অনুসারীদের নিয়ে একটি সালিশি বৈঠকের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে তারা প্রশাসনকে অবহিত করেন। মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, শিশুকে একাধিক বার যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ শনিবারের ঘটনায়ও জরিমানার মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close