কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০২১

অর্ধশতাধিক স্কুলে জোয়ারের পানি

পিরোজপুরের কাউখালীতে গত দুই দিনের জোয়ারের পানিতে উপজেলার অর্ধশতাধিক স্কুল-মাদরাসার মাঠ প্লাবিত হয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ভবনের মধ্যেও পানি ঢুকে গেছে। উপজেলা সদরের কাজী হারুন, শিষা, গোপালপুর, দক্ষিণ বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় জানান, উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টির মাঠ পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে। আবার কিছু বিদ্যালয়ের মূল ভবনের মধ্যেও পানি ঢুকেছে। এছাড়া অধিকাংশ বিদ্যালয়ের প্রবেশের রাস্তাসহ খেলার মাঠ কাদা-পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হাকিম জানান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী জানান, উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার প্রায় ৮ থেকে ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মাঠ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close