বেড়া (পাবনা) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

খবর প্রকাশের পর

বেড়ায় অবৈধভাবে বালু তোলার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলায় বালুদস্যুদের বিরুদ্ধে যমুনা নদীর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ইউএনও আসিফ আনাম সিদ্দিকী।এ সময় যমুনা নদীতে বালু তোলার সময় নয়টি খননযন্ত্রযুক্ত নৌযানসহ ১২ জনকে আটক করা হয়। আদালত আটক ব্যক্তিদের মধ্য থেকে নয়জনের কাছ থেকে পাঁচ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাকি তিনজনের প্রত্যেককে তিনমাস করে কারাদ- দেওয়া হয়। এ ছাড়া খননযন্ত্রযুক্ত নৌযানগুলোর মূল যন্ত্রাংশ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। এরআগে গত ২ জুলাই প্রতিদিনের সংবাদে ‘বেড়ায় অভিযান-আন্দোলনেও বন্ধ হয়নি বালু তোলা’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন।

জানা যায়, উপজেলার নগরবাড়ী থেকে শুরু করে বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকটি স্পিডবোট নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, অবৈধভাবে বালু তোলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close