তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০২০

তানোরে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

রাজশাহীর তানোরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাট বন্ধের নির্দেশনা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ ও গোল্লাপাড়া হাটের ইজারাদারের পক্ষে আয়েন উদ্দিনকে ১০ হাজার টাকার অর্থদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক।

পরে তানোর থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় হাট দুটি বন্ধ করে দেওয়া হয়। পরে হাট পরিদর্শনে আসেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য ও বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য হাটবাজারে মানুষের সমাগম বন্ধে উপজেলার সব হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসন থেকে। কিন্তু নির্দেশনা অমান্য করে গতকাল ভোর থেকে হাট বসানোর দায়ে হাটের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close