ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৯

বিনা টিকিটে রেলভ্রমণ

ঈশ্বরদীতে ২৬০ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণ করায় পাবনার ঈশ্বরদীতে ২৬০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত। গত বৃহ¯পতিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদের আটক করে এ জরিমানা করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ব্যবস্থাপক (ডিআরএম) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আবদুল মাবুদ ও টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন, মেহেদী হাসান খান, আকরামুল হকসহ রেলের বিভিন্ন স্তরের কর্মচারীরা। অভিযানে সহায়তা করে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, সড়কপথে ধর্মঘট ও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কারণে ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। এ সুযোগে অনেক যাত্রীই টিকিট না কেটে রেলে ভ্রমণের চেষ্টা করেন। এ সময় ছয়টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন যাত্রীদের জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close