নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

নাগেশ্বরীতে বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কামারের আখড়া থেকে শিয়ালকান্দা বাজার হয়ে নাখারগঞ্জ বাজার সংলগ্ন প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তাটি বেহাল। প্রতি বর্ষা মৌসুমে রাস্তার খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয় পথচারিসহ বিভিন্ন যানবাহনগুলোকে। এদিকে, রাস্তাটি সংস্কারের দাবিতে অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বুধবার বেহাল ওই রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেন তারা।

এ সময় জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকাকরণের দাবি জানিয়ে বক্তব্য দেন রামখানা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, ইউপি সদস্য ফজলুল হক, আব্দুল হাই মাস্টার, জালাল উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close