ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ঢাকার ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে আজমেরি সাথী নামের ওই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়। সে উপজেলার কেলিয়া গ্রামের আক্কাস আলীর মেয়ে এবং আব্দুস সোবহান মডেল হাই স্কুলের ছাত্রী। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বর্তমান বয়স ১৪ বছর ৯ মাস ১৯ দিন। সরেজমিনে গিয়ে জানা গেছে, আজমেরি সাথীর সঙ্গে উপজেলার চন্দ্রাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাসেলের বিবাহ ঠিক হয়। শুক্রবার হলুদ বরণের অনুষ্ঠান চলছিল। বর পক্ষের লোকজনও এসেছিল হলুদ অনুষ্ঠানে। সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অন্তরা হালদার কণের বাড়িতে উপস্থিত হয়ে ব্যল্যবিবাহের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় আজমেরীর মা ও বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close