বান্দরবান প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

ভেষজ ও ফলদ বৃক্ষমেলা

বান্দরবানের বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষ মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় বান্দরবান জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র ইসলাম বেবি প্রমুখ।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস বলেন, বান্দরবান হলো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় জায়গা। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক দেশ-বিদেশ থেকে ছুটে আসে বান্দরবানের এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। বান্দরবানের এই সৌন্দর্য বৃদ্ধিতে বন বিভাগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close