রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৯

রানীনগরে বিয়ের এক মাস পর কনের বাবার জরিমানা

নওগাঁর রানীনগরে বাল্যবিয়ের এক মাস পর ভ্রাম্যমাণ আদালত কনের বাবার জরিমানা করেছেন। কন্যাকে বাল্যবিয়ে দেওয়ার দায়ে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন।

রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা জানান, বুধবার দুপুরে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও’র নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। বাল্য বিয়ের আনুষ্ঠানিকতা চলালে কণের বাবা হাফিজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এতে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আল মামুন কণের বাবার ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক মাস আগে স্থানীয় কাজী মোজাফফর হোসেনের সহযোগিতায় কোর্ট এফিডেভিটের মাধ্যমে ৯ম শ্রেণির ছাত্রী রোকসানার (১৪) বিয়ে সম্পন্ন হয়। গতকাল বুধবার কণের বাড়িতে ওই বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে অভিযান চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close