লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৯

লোহাগাড়ায় মহাসড়ক ও কলেজের পাশে ময়লার স্তূপ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের সামনে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার দুর্গন্ধে কলেজ ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

উপজেলা সদরের বটতলী শহরের আশপাশের এলাকা ও বটতলী মোটরস্টেশনের বাজারে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ময়লা-আবর্জনা রাতের অন্ধকারে প্রতিদিন কলেজ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ময়লার মধ্যে অধিকাংশই বাজারের কাঁচামাল। যার কারণে ময়লাগুলো ফেলার দুই-এক দিনের মধ্যেই তা পচে-গলে দুর্গন্ধ বের হয়। মহাসড়কের পাশে ময়লার স্তূপের কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পচা ময়লার উৎকট দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে ময়লা ফেলা হচ্ছে। এসব ময়লা পশু-পাখিরা ঘাটলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন হিরু জানান, বিষয়টি আমাদের নজরে আছে। শিগগিরই উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে ময়লা সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close