চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৭ মে, ২০১৯

শিবগঞ্জে আম বাগান মনিটরিং কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলকে প্রধান উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম উপদেষ্টা, ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়র আহবায়ক, সব ইউনিয়ন ও পৌরসভার ইউপি সদস্য এবং কাউন্সিলরকে সদস্য করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মনোনিত আরও চার সদস্যকে নিজ নিজ এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউএনও চৌধুরি রওশন ইসলাম জানান, জেলার ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশনাক্রমে পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে আম বাগান ও আমের আড়তগুলো নিয়মিত মনিটরিং করার উদ্দেশে কমিটি গঠন করা হয়। এ উপজেলায় উৎপাদিত বিভিন্ন জাতের সুস্বাদু আম কোন অসাধু বাগান মালিক-চাষী, আড়তদার অথবা অন্য কোন ব্যবসয়াী বা ব্যক্তির মাধ্যমে ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন উপাদান যেন মেশাতে না পারে সে ব্যপারে কমিটি নিয়মিত তা মনিটিরিং করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close