হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২১ মে, ২০১৯

হালুয়াঘাটে নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ও প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী’র নামে নির্মিত অডিটরিয়ামের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নব নির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জুয়েল আরেং, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ইউএনও জাকির হোসেন, এএসপি আলমগীর, ওসি জাহাঙ্গীর আলম তালুকদার, কবিরুল ইসলাম বেগ প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ও অ্যাডভোকেট প্রমোদ মানকিন অডিটরিয়াম নির্মানের ফলে উপ-জাতীয় জীবনধারা ও লোক সাহিত্যের উপর লিখিত বিভিন্ন পান্ডুলিপি সংগ্রহকরণ করা সহজ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close