জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১৮ মে, ২০১৯

রাস্তার কাজে নিম্নমানের বালু ও ইট ব্যবহারের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের ৯০০ মিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিন্মমানের বালু ও দুই-তিন নাম্বার ইট ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ দিলেও কোন প্রকার কর্নপাত করেনি দায়িত্বশীলরা।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাগময়না গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে স্বজনশ্রী গ্রামের সামন পর্যন্ত ৯০০ মিটার রাস্তায় ইট সলিং এর কাজ পান কন্টাকদার ছালিক মিয়া। রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ টাকা। সে অনুযায়ী ঠিকাদার রাস্তার মাটি খুঁড়ে বিধি অনুযায়ী বক্স করে যে পরিমানের বালু দেওয়া কথা সেখানে কোন ধরনের বালু দেওয়া হয় নাই। বাগময়না গ্রামের একাধিক ব্যক্তি জানান, যে নিয়মে বালু বিহিন ইট দিয়ে কাজ করছে তাতে ভারী যানবাহনের চাপ পড়লে রাস্তা অল্প দিনেই দেবে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দুই এক জায়গা দেবেও গেছে।

বাগময়না গ্রামের শিব্বির আহমদ জুয়েল বলেন, ‘নিন্ম মানের কাজের বিষয়ে জানতে চাইলে কন্টাকটার আমাকে বলে, যদি তোমার কথা বলার কারনে বিল আটক করা হয়, তাহলে তোমার উপর চাদাঁবাজি মামলা করবো এবং তোমার জন্য আরও ১০ লাখ টাকা খরচ করবো।’

কন্টাকটার ছালিক মিয়ার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ১ নাম্বার ইট দিয়ে কাজ করছি। জনগনের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে আমি সেভাবে কাজ করছি।’

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রানলয়ের জগন্নাথপুরের উপ-সহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমাদের অধিনের এ রাস্তায় ইট সলিং এর কাজ করা হচ্ছে। নিন্ম মানের কাজের ব্যাপারে আমাকে কেউ যানায়নি। তারপরও খোঁজ খবর নিয়ে দেখছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close