প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ মে, ২০১৯

আন্তর্জাতিক মা দিবস-২০১৯

প্রতিটি দিন শুরু হোক মাকে ভালোবেসে

‘তোমার তুলনা তুমিই ‘মা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

কুড়িগ্রাম : আন্তর্জাতিক মা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রত্মগর্ভা মা’ হিসেবে ঘোষনা দিয়ে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক কর্মী নুর মোহাম্মদ ছাবেরী লিটন এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান ও লিটনের পিতা ছাবের আলী।

বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন। বক্তব্য দেন মুক্তিযোদ্দা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মহি উদ্দিন, ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেণ ইউএনও আনোয়ার পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লীক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. ফকরুল হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. জুরফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো. নুর আলম, ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, মহিলা সংস্থার সভাপতি মোছা. হনুফা বেগম।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন। সভায় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, ওসি মো. মোবারক হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, প্রেস ক্লাব সভাপতি মো. রুহুল আমীন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা, মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে দিবসটি উপলক্ষে মা সমাবেশে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মো. আব্দুল বাতেন প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী নূর বশীর, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স¤্রাট খীসা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় পথসভায় সভাপতিত্ব করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী মন্ডলের সঞ্চালনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দিবসটি উপলক্ষ্যে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নারী নেত্রী মিনু আরা বেগম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close