দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৯

দুর্গাপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ : আহত ১৭

নেত্রকোনার দুর্গাপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ খেলার মাঠে গত শুক্রবার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ফাউল ধরার বিষয়কে কেন্দ্র করে পিপুলনারী গ্রামের স্বপন তালুকদারকে লাথি মারে একই ইউনিয়নের মতিউর রহমানের ছেলে সাহাবউদ্দিন (২২)। শনিবার দুপুরে কুমুদবাজারে গ্রাম্য সালিশে বসলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কুমুদগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় তালুকদার পরিবারের ৩ জন ও বালিচান্দা গ্রামের ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন আলাল তালুকদারের পুত্র স্বপন তালুকদার, আলম তালুকদার, কাউসার তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার, হাসেম তালুকদারের পুত্র আতাবুর রহমান, মাহবুবুর রহমান তালুকদার, সাহেদ আলীর পুত্র মনির, শহর উদ্দিনের পুত্র কালা মিয়া ও লাল মিয়া, কাবিল উদ্দিনের পুত্র জহির উদ্দিন, খুসেদের পুত্র আজিজুল ইসলাম, মতিউর রহমানের পুত্র মুজিবুর রহমান ও সাহাবউদ্দিন এবং বাকলজোড়া ইউনিয়ন আ.লীগ সম্পাদক সেকান্দর আলীর পুত্র নাসির উদ্দিন চায়না। এ ঘটনায় বেশ ক’জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close