ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০১৯

রেকর্ড সংশোধনের দাবিতে ধুনটে সেটেলমেন্ট অফিস ঘেরাও

বগুড়ার ধুনট উপজেলায় সেটেলমেন্ট অফিসে ভুয়া রেকর্ড সংশোধন ও দুই কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্থানিয় ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী কৃষকরা সমাবেত হোন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সেটেলমেন্ট অফিস ঘেরাও করেন। পরে মিছিলে পুলিশ বাঁধা দিলে বিক্ষোভকারীরা সেটেলমেন্ট অফিসের পাশে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম, বাসদ নেতা রঞ্জন কুমার দে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সংগ্রাম পরিষদের সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ভূয়া আপিল কেস সাজিয়ে বিপুল পরিমান অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিচ্ছে সেটেলমেন্ট কর্মকর্তা। ঘুষ নিয়ে দুর্নীতি পরায়ন কর্মকর্তারা একই কেসে দুরকম রায় প্রদান করছে। এসব বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও বছরের পর বছর কোন সমাধান মিলছে না। বক্তারা আরো বলেন, উপজেলার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আরিফুর রহমান (বর্তমানে দুপচাঁচিয়া উপজেলায় কর্মরত) এবং এসও মনতাজ আলীর বিচার নিশ্চিত করন এবং সকল ভূয়া রেকর্ড সংশোধনের দাবি জানান। ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close