মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

মাদারগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া (১৪)। গত শুক্রবার রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন এ বিয়ে বন্ধ করে দেন। সাদিয়া জামালপুর ইউজডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার জোনাইল গ্রামের ইছা আলীর মেয়ে সাদিয়ার সঙ্গে একই গ্রামের মরহুম দুদু মাস্টারের ছেলে জুলু মিয়ার বিয়ের কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ ইউএনও আমিনুল ইসলাম পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পরে রাতেই থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা সাদিয়ার বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেন।

ইউএনও আমিনুল ইসলাম বাল্যবিয়ে বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close