পাবনা প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে ধর্মঘট

পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার গণমাধ্যমকর্মীরা এ অবস্থান কর্মসূচী পালন করে।

এতে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবি এম ফজলুর রহমান, উৎপল মির্জা, জেলা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সুশিল তরফদার, রাজিউর রহমান রুমী, কৃষ্ণ ভৌমিক, সিফাত রহমান সনম, সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ।

অবস্থান ধর্মঘট থেকে ঘোষণা দেয়া হয়েছে, আগামী শনিবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসুচি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close